আইনপেশার মানোন্নয়নে আইনজীবী সমিতির বক্তব্য চেয়েছে বার কাউন্সিল
বার কাউন্সিল ও আইনজীবী

আইনপেশার মানোন্নয়নে আইনজীবী সমিতির বক্তব্য চেয়েছে বার কাউন্সিল

বর্ধিত সভা ডেকেছে সারাদেশে আইনজীবীদের সনদ প্রদান ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় বার কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হবে।

বার কাউন্সিলের ওয়েবসাইটে সংস্থার ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় দেশের সকল আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক ও সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠিতব্য সভার আলোচ্যসূচী থেকে জানা গেছে, এতে বার কাউন্সিলের রিলিফ ফান্ড বৃদ্ধি, বিভিন্ন আইনজীবী সমিতির নিকট বি. এফ. স্টিকার বাবদ বার কাউন্সিলের বকেয়া অর্থ পরিশোধ, বার কাউন্সিলের স্থিতিশীল বেনাভোলেন্ট ফান্ড ও স্লাব বৃদ্ধি বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হবে।

এছাড়া আইন পেশার মান উন্নয়নে আইনজীবীদের ভূমিকা সম্পর্কে আইনজীবী সমিতির পক্ষ থেকে লিখিত বক্তব্য বার কাউন্সিলে প্রেরণ করতে বলা হয়েছে। পাশাপাশি আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিবিধ বিষয়ে সভায় আলোচনা ও পরামর্শ গ্রহণ করা হবে।