দেশের আদালতসমূহে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
সংসদে আইনমন্ত্রী

দেশের আদালতসমূহে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

বর্তমানে দেশের আদালতগুলোতে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার (১ ফেব্রুয়ারি) প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান।

জাতীয় সংসদে আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিচারাধীন দেওয়ানি মামলা রয়েছে ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, আর ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি ফৌজদারি মামলা এবং অন্যান্য ১ লাখ ১৮ হাজার ১৮৯টি মামলা।

এ সময় মন্ত্রী বলেন, বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। বিচারকের সংখ্যা বৃদ্ধি, আদালতের অবকাঠামো উন্নয়ন, নতুন আদালত সৃজন, বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি এবং বিচারকদের দেশে-বিদেশে প্রশিক্ষণসহ বিভিন্ন পদক্ষেপের ফলে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।