পরীক্ষামূলভাবে চালু হল ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’
‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’

পরীক্ষামূলভাবে চালু হল ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’

একটি নম্বরে ফোন করেই ই-নামজারি, ভূমি উন্নয়ন করসহ নানা ধরনের ভূমি সেবা পাওয়া যাবে এখন থেকে। এসব সেবা দিতে ঢাকায় পরীক্ষামূলভাবে চালু হল ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’।

গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তেজগাঁও ভূমি ভবনে এই কাস্টমার সার্ভিস সেন্টারটি চালু করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সার্ভিস সেন্টারে হেল্পলাইন নম্বর ১৬১২২ এ কল করে ভূমি সেবা গ্রহণ করা যাবে। অথবা ভূমি মন্ত্রণালয়ের ফেইসবুক পেইজে কমেন্ট বা বার্তা পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব।

চাইলে সরাসরি ভূমিসেবা কেন্দ্রে গিয়েও ভূমি সম্পর্কিত আইনি পরামর্শ এবং ই-নামজারি, ভূমি উন্নয়ন কর, আইনি পরামর্শসহ বিভিন্ন ধরনের সেবা নিতে পারেবন যে কেউ।

বিজ্ঞপ্তিতে বলা হয় , হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা, ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা Land Service’ ফেসবুক পেজে (www.facebook.com/land.gov.bd) কমেন্ট কিংবা মেসেজ (বার্তা) পাঠিয়ে যে কোনো ধরনের ভূমিসেবা পেতে বা অভিযোগ জানাতে পারছেন নাগরিকরা।

প্রাথমিকভাবে ৯ জন প্রতিনিধির মাধ্যমে এই সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

এছাড়া, অভিজ্ঞ ভূমি বিশেষজ্ঞরাও নানা ধরনের পরামর্শ দেবেন।