যিনি একসময় ওকালতিই করতে চাননি, তিনিই আজ দেশের প্রধান বিচারপতি!

ওকালতি করার কোন আগ্রহ আমার ছিলনা। চাকরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার এক অভিভাবক, আমার নিয়োগপত্র দেখে ছিঁড়ে ফেললেন এবং আইন পেশায় আসার পরামর্শ দিলেন।

চুয়াডাঙ্গায় জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নিজের প্রথম জীবনের গল্প বলতে গিয়ে দেশের বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এসব কথা বলেন।

আরও পড়ুন : সবচেয়ে ভালো আইনজীবী তিনি, যিনি সবচেয়ে বিনয়ী : প্রধান বিচারপতি

জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান প্রমুখ।

আরও পড়ুন : বিচারকদের নিয়ে অধ্যাপক মুনতাসীর মামুনের প্রশ্নের জবাবে বিচারপতি নূরুজ্জামানের পাল্টা প্রশ্ন