বাগেরহাটে লবনাক্ত জমিতে সৌদির খেজুরে হাসি আইনজীবী জাকিরের
সৌদি খেজুর চাষ

বাগেরহাটে লবনাক্ত জমিতে সৌদির খেজুরে হাসি আইনজীবী জাকিরের

বাগেরহাটের রামপালে লবনাক্ত জমিতে সৌদি খেজুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জাকির হোসেন নামের এক আইনজীবী। বর্তমানে তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের প্রায় ৫ শতাধিক খেজুর গাছ। আর এ বছর একযোগে ফল এসেছে ৮০টি গাছে।

গাছে গাছে ঝুলছে আজওয়া, মরিয়ম, সুকারি, আম্বারসহ বাহারি জাতের সব খেজুর। থোকায় থোকায় ঝুলে থাকা এসব খেজুর কোনটি লাল ও কোনটি হলুদ। আকারভেদে কোনটি আবার গোল কোনটি লম্বা। রসালো মিষ্টি এ খেজুর বাগান গড়ে তুলেছেন বাগেরহাট জজ কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন।

বাগেরহাটের রামপাল উপজেলার সন্ন্যাসী হাজিপাড়া গ্রামে নিজের ১৫ বিঘা জমিতে গড়ে তোলা তার এই বাগানে রয়েছে পাঁচ শতাধিক গাছ। এ বছর ফল ধরেছে ৮০টি গাছে। তিন বছর আগে রোপণ করা এ গাছগুলোতে ফল ধরেছে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত।

আগামী বছর এ বাগানে প্রায় ২শ থেকে ৩শ গাছে একযোগে ফল আসবে বলে আশা করছেন বাগান পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিকরা।

লবণাক্ত জমিতে নতুন অর্থকরী এ ফসল হিসাবে দেখছে জেলা কৃষি বিভাগ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশে ও দেশের বাইরে রপ্তানির সম্ভবনা রয়েছে বলে আশা করছেন তারা।

আগ্রহী কৃষকদের খেজুর চাষে সব ধরনের সহযোগিতা করার কথা জানালেন বাগান মালিক জাকির হোসেন।