আদালতের কর্মচারীদের বিরুদ্ধে আইনজীবীকে মারধরের অভিযোগ তদন্তে ৩ বিচারকের কমিটি
আদালত ভবন, চট্টগ্রাম

জালিয়াতি করে গ্রাহকের টাকা আত্মসাত, দুই ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের দণ্ড

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ৯৫ লাখ টাকা আত্মসাতের দায়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ২ কর্মকর্তাসহ মোট ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

রায়ে ইস্টার্ন ব্যাংকের চান্দগাঁও শাখার সাবেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবিরকে ৩১ বছর কারাদণ্ড ও ৫২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড, একই শাখার আরেক প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার সামিউল সাহেদ চৌধুরীকে ৬ বছর ও ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া নোয়াখালী সোনাইমুড়ী এলাকার আবুল কাশেমের ছেলে জাকির হোসেনকে ১০ বছর কারাদণ্ড ২৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড, নগরের খুলশী থানা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মাহমুদুল হাসানকে ১০ বছর কারাদণ্ড ২৫ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং নগরের ডবলমুরিং থানার আবদুল মালেকের ছেলে আবদুল মাবুদকে ৬ বছর ও ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের সূত্রে জানা গেছে, ইস্টার্ন ব্যাংক চট্টগ্রামের চান্দগাঁও শাখার গ্রাহক আবু সাঈদের অ্যাকাউন্ট থেকে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২০১৫ সালের ১৬ জুলাই থেকে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বরের মধ্যে নানা সময়ে বিভিন্ন উপায়ে মোট ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন অভিযুক্তরা।

২০১৯ সালের ২৫ এপ্রিল ব্যাংক কর্মকর্তা ইফতেখারুল অভ্যন্তরীণ অডিট টিমের কাছে লিখিতভাবে আত্মসাতের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় ২০১৯ সালের ২২ আগস্ট চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের হয়।

তবে বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় থানা পুলিশ সাধারণ ডায়েরি করে বিষয়টি সংস্থাটিকে জানায়। ২০১৯ সালের ৩ অক্টোবর দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

২০২১ সালের ১ সেপ্টেম্বর দুদক পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ১১ মে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে আদালত।

দুদক চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, বিচারিক পর্যায়ে ১৩ জন সাক্ষ্য দিয়েছে। আসামিকে পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন দুজন। এছাড়া আদালতের আদেশে আদালতের পক্ষে দুজন সাক্ষ্য দিয়েছেন। তাদের দুদকের প্রসিকিউশন এবং আসামি পক্ষ জেরা করেন। গত ২৩ জুলাই মামলাটির যুক্তিতর্ক শেষ হয়। এরপর আজ (মঙ্গলবার) রায় ঘোষণা করেন আদালত।