হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার অনলাইন ফরম পূরণে বার কাউন্সিলের রিমাইন্ডার নোটিশ
বাংলাদেশ বার কাউন্সিল

অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ আগস্ট

বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বার কাউন্সিলের উপ-সচিব মো. আফজাল উর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ কার্যক্রম আগামী ২০ আগস্ট থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুনহাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষায় তৃতীয় পরীক্ষকের মূল্যায়নে উত্তীর্ণদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

যেসকল প্রার্থীর রেজিস্ট্রেশনের মেয়াদ (পাঁচ বছর) ইতোমধ্যে শেষ হয়েছে অথবা আগামী ২০ সেপ্টেম্বর তারিখে শেষ হবে তাদেরকে শীঘ্রই বার কাউন্সিলের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে আসন্ন এনরোলমেন্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনহাইকোর্ট পারমিশন : ‘ক্যাজুয়াল প্রার্থী’ ও বিচারিক কর্মকর্তাদের মৌখিক পরীক্ষা ১৯ আগস্ট

এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণের বিস্তারিত ও পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ এবং এই সংক্রান্ত অন্যান্য তথ্য যথাসময়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।