প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন কক্সবাজারের অতিরিক্ত জজ মহিউদ্দিন মুরাদ
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ

প্রশিক্ষণ নিতে ভারতে যাচ্ছেন কক্সবাজারের অতিরিক্ত জজ মহিউদ্দিন মুরাদ

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে সদ্য পদায়ন হওয়া মহিউদ্দিন মুরাদ ভারতে ১১ দিনের প্রশিক্ষণে যাচ্ছেন।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশিক্ষণ) মো: শামসুদ্দীন মাসুম স্বাক্ষরিত এক আদেশে গত রোববার (১৭ সেপ্টেম্বর) কক্সবাজারে নতুন নিয়োগ পাওয়া বিচারক মহিউদ্দিন মুরাদ সহ ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে অনুমতি দেওয়া হয়।

প্রশিক্ষণের জন্য মনোনীত বিজ্ঞ বিচারকগণ আগামী ৯ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী এবং ভারতের একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নেবেন। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

মহিউদ্দিন মুরাদ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) এর তৃতীয় ব্যাচের একজন গর্বিত সদস্য। ২০০৮ সালে বিচার বিভাগের একজন নবীন কর্মকর্তা হিসাবে তিনি সরকারি চাকুরীতে যোগ দেন।

তিনি সুনামগঞ্জ জেলা জজশীপের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পদে দায়িত্বে থাকাবস্থায় গত ১০ সেপ্টেম্বর তাঁকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়। বিচারক মহিউদ্দিন মুরাদ ইতিপূর্বে কক্সবাজারে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদেও দায়িত্ব পালন করেছেন।

এর আগেও বিচারক মহিউদ্দিন মুরাদ আরো বিভিন্ন আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ, বাংলাদেশ বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বুনিয়াদি প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিভাগের প্রশিক্ষণ, সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ নিয়েছেন।