মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা

মিথ্যা মামলা করায় বাদীর বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা

পূর্ব বিরোধের জের ধরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে মাামলার নির্দেশ প্রদান করেছে বরগুনার একটি আদালত।

বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়ত উল্লাহ রবিবার (৩ ডিসেম্বর) এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ কয়েকটি অভিযোগ এনে বাদী মো. রফিকুল ইসলাম বরগুনা সদর থানায় একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু তদন্তে বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। বাদী কোন নারাজি দাখিল না করে ভুলবোঝাবুঝি থেকে মামলা দায়ের মর্মে আদালতে জিজ্ঞাসাবাদকালে জানান।

এই মামলায় আসামিরা বেশ কিছুদিন হাজতেও ছিল। সব জেনেশুনে পূর্ব বিরোধের জের ধরে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে আদালতের নিকট প্রতীয়মান হওয়ায় দন্ডবিধির ২১১ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীর বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ প্রদান করেন। অতপর বাদীকে আটকপূর্বক উপযুক্ত আমলি আদালতে মামলা দায়ের ও আসামি প্রেরণ করেন।