সংসদে নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ল’ইয়ার্স ক্লাব সম্পাদকমণ্ডলীর সভাপতি

সংসদে নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ল’ইয়ার্স ক্লাব সম্পাদকমণ্ডলীর সভাপতি

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে লক্ষ্মীপুর থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের সম্পাদকমণ্ডলীর সভাপতি ফরিদুন্নাহার লাইলী।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের জানান, মোট ১ হাজার ৫৫৩ প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য থেকে যাচাই–বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়ন পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমের সম্পাদক অ্যাডভোকেট বদরুল হাসান কচি।

ফরিদুন্নাহার লাইলীর সংক্ষিপ্ত পরিচিতি

ফরিদুন্নাহার লাইলী নোয়াখালী জেলার রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা।কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক (বি.এ. অনার্স) ও স্নাতকোত্তর (এম.এ) ডিগ্রি অর্জন করেন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহসভাপতি ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামছুন নাহার হলের ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি সামছুন নাহার হলের ছাত্রী সংসদের ভিপি ছিলেন।

প্রায় পঞ্চাশ বছর রাজনীতিতে যুক্ত ফরিদুন্নাহার লাইলী দুই দফায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে টানা তৃতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নবম জাতীয় সংসদের মহিলা আসন ১৮ থেকে তিনি মনোনীত সংসদ সদস্য ছিলেন। নবম সংসদে তিনি অনুমান কমিটির সদস্য ছিলেন।