খুলনা ওয়াসার এমডির দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট
হাইকোর্ট; রিট (প্রতীকী ছবি)

লাশ সংরক্ষণ আইন ও মরদেহ চুরি ঠেকানোর নির্দেশনা চেয়ে রিট

কবর দেওয়ার পর লাশ সংরক্ষণে আইন তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে রিটে কবর থেকে লাশ চুরি ঠেকানোর নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া এ রিট আবেদন করেন।

আরও পড়ুনরিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার কাজল

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংসদ মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ, রাজশাহী, কুমিল্লা, সিলেট সিটি করপোরেশন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ঢাকা, রাজশাহী, সিলেট মহানগর পুলিশের কমিশনার, কুমিল্লার বিভাগীয় পুলিশ কমিশনারসহ ২৫ জনকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়াতে যেন দেখানো না হয় আপনারা সফল কাপল

রিটকারী আইনজীবী ড. গোলাম রহমান ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার (১৪ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য অনুমতি নিয়েছেন বলেও জানান আইনজীবী। এখন প্রায়ই কবর থেকে কঙ্কাল ও লাশ চুরির ঘটনার খবর আসে। তাই কবর থেকে লাশ ও কঙ্কাল চুরি বন্ধ ও লাশ সংরক্ষণের আইন তৈরির নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছি।