এনআরবিসি ব্যাংক পিএলসি প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশের অভিজ্ঞ ও যোগ্য আইনজীবীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আগামী ১৫ জুন ২০২৫ তারিখের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।
আবশ্যিক যোগ্যতা ও অভিজ্ঞতা
প্যানেলভুক্তির জন্য প্রার্থীদের অবশ্যই সরকারী বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি (সম্মান) ডিগ্রীধারী হতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল এর সক্রিয় সদস্য হতে হবে।
আইনজীবী হিসেবে আদালতে মামলা পরিচালনায় কমপক্ষে পাঁচ (৫) বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক, যা বার কাউন্সিলে অন্তর্ভুক্তির তারিখ থেকে গণ্য হবে।
উল্লেখযোগ্যভাবে, এল.এল.এম, বার-এট-ল অথবা পিএইচ.ডি ডিগ্রিধারী এবং পূর্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
হাইকোর্ট ও আপিল বিভাগে সনদপ্রাপ্ত আইনজীবীদের সংশ্লিষ্ট বারের সনদ দাখিল বাধ্যতামূলক।
প্যানেলভুক্তির শর্তাবলী
এনআরবিসি ব্যাংকের পক্ষ ও বিপক্ষে দেশের বিভিন্ন আদালতে মামলা পরিচালনার উদ্দেশ্যে দুই (২) বছরের জন্য আইনজীবীদের প্যানেলভুক্ত করা হবে। বর্তমান প্যানেলভুক্ত আইনজীবীদের জন্য মেয়াদ নবায়নের সুযোগ থাকছে, তবে এজন্য ২০২০-২০২৪ সময়কালের মামলা পরিচালনার প্রতিবেদন এবং পারফরমেন্স অ্যাপ্রেইজালের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।
নতুন আবেদনকারীদের ক্ষেত্রে লিখিত দরখাস্ত যাচাই-বাছাই করে আইন বিভাগ মনোনয়ন প্রদান করবে এবং পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদনের মাধ্যমে প্যানেলভুক্তির কার্যক্রম সম্পন্ন হবে।
আবেদনপত্রে যা যা থাকতে হবে:
-
আবেদনকারীর পূর্ণ নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা
-
চেম্বার (যদি থাকে) ও যোগাযোগের তথ্য (ফোন, ইমেইল)
-
শিক্ষাগত যোগ্যতা ও প্রাপ্ত ডিগ্রির বিস্তারিত
-
বার কাউন্সিল সনদ প্রাপ্তির তারিখ, প্র্যাকটিসিং কোর্ট ও বারের নাম
-
পূর্ববর্তী অভিজ্ঞতা, বিশেষ করে অন্য কোন ব্যাংক বা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের বিবরণ
-
সত্যায়িত সনদপত্রসমূহ (শিক্ষাগত যোগ্যতা, বার কাউন্সিল সনদ, জেলা বার প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্র, টিআইএন সার্টিফিকেট)
-
২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত
আবেদনপত্র পাঠাতে হবে:
হেড অব লিগ্যাল ডিভিশন
এনআরবিসি ব্যাংক পিএলসি
১১৪ মতিঝিল সি/এ, ঢাকা-১০০০।
ব্যাংকের অধিকার সংরক্ষণ
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।