চাকরি
চাকরি

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির প্যানেল আইনজীবী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পেট্রোবাংলার অধীন প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) উচ্চ আদালত ও অধস্তন আদালতের জন্য প্যানেল আইনজীবী নিয়োগে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা ২০২৫ সালের ৩০ অক্টোবরের মধ্যে ডাকযোগে আবেদন করতে পারবেন। হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না।

📌 পদের নাম

  • প্যানেল আইনজীবী (উচ্চ আদালত)

  • প্যানেল আইনজীবী (অধস্তন আদালত) — দিনাজপুর ও ঢাকা জেলার জন্য

🎓 যোগ্যতা

  • সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এলএলবি ডিগ্রি

  • বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত ও সংশ্লিষ্ট বারের সদস্য হতে হবে

💼 অভিজ্ঞতা

  • উচ্চ আদালতের ক্ষেত্রে মামলা পরিচালনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা, আপিল বিভাগে মামলা পরিচালনার অনুমতি থাকলে অগ্রাধিকার

  • অধস্তন আদালতের জন্যও কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা আবশ্যক

🔢 বয়সসীমা

  • সর্বোচ্চ ৬০ বছর, তবে অবসরপ্রাপ্ত জেলা জজ বা অতিরিক্ত জেলা জজদের জন্য ৬৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য

⚖️ শর্তাবলি (সংক্ষেপে)

  • আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে

  • প্যানেলভুক্তির মেয়াদ ২ বছর, যা কোম্পানির বিবেচনায় বাড়ানো বা কমানো যেতে পারে

  • এমজিএমসিএল-এর বিপক্ষে কোনো মামলায় লড়াই করা যাবে না

  • দায়িত্ব পালনে ব্যর্থ হলে ৩০ দিনের নোটিশে অব্যাহতি দেওয়া হতে পারে

  • অনার্সসহ এলএলএম বা বার-অ্যাট-ল ডিগ্রিধারীদের অগ্রাধিকার

  • শ্রম, কোম্পানি, বাণিজ্যিক, ভূমি, সার্ভিস রুলস, সরকারি পাওনা, শেয়ার ও সিকিউরিটিজ আইনে অভিজ্ঞ হতে হবে

💰 ফি ও সম্মানী

  • নির্ধারিত “Schedule of Fees for Legal Adviser and Panel Advocates for MGMCL” অনুযায়ী প্রদান করা হবে

  • প্রযোজ্য ক্ষেত্রে সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তনযোগ্য

  • ফি সংক্রান্ত কপি পাওয়া যাবে এমজিএমসিএল প্রধান কার্যালয় (দিনাজপুর) ও ঢাকা লিয়াজোঁ অফিসে (পেট্রোসেন্টার, লেভেল–১৪, কাওরান বাজার)

📬 আবেদন প্রেরণের ঠিকানা

কোম্পানি সচিব,
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড,
মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ, বার কাউন্সিল সনদ, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। খামের ওপর সংশ্লিষ্ট আদালতের নাম উল্লেখ করতে হবে।

আবেদন ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তি দেখুন