ফৌজদারি মামলার কারণে সহকারী জজ পদে যোগদান করতে পারবেন না শাহ্ পরান। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ১৩তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সহকারী জজ (শিক্ষানবিশ) পদে নবনিয়োগপ্রাপ্ত মো. শাহ্ পরানের যোগদান কার্যক্রম স্থগিত করেছে আইন ও বিচার বিভাগ।
শাহ্ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সহকারী জজ হিসেবে তার নেত্রকোনায় যোগ দেওয়ার কথা ছিল। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শাহ্ পরানের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকার বিষয় আইন ও বিচার বিভাগ অবগত ছিল না। বিষয়টি আইন ও বিচার বিভাগের গোচরীভূত হওয়ার পর তার সহকারী জজ (শিক্ষানবিশ) পদে যোগদানের কার্যক্রম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ গ্রহণক্রমে স্থগিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের ভিত্তিতে গত ২৫ নভেম্বর শাহ্ পরানকে নেত্রকোনার সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।