বাংলাদেশ বার কাউন্সিল। (ফাইল ছবি)

ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানিতে বিদেশী আইনজীবী নিয়োগে আবেদন

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে আন্তর্জাতিক আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বার কাউন্সিলে এ আবেদন করেন হাইকোর্টে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবীদের মধ্যে একজন।

রেজিস্টার ডাকযোগে এ আবেদন করা হয়। আবেদনে ষোড়শ সংশোধনী বাতিলের রিভিউ শুনানিতে ভারতীয় সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট আগারওয়াল আমবুজ, অ্যাডভোকেট আগারওয়াল অনামিকা গুপ্তা ও অ্যাডভোকেট অধিমুলাম ভেঙকোটেরমানকে নিযোগের অনুমতি চাওয়া হয়।

আবেদন পাওয়ার ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি/ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকম