ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটগ্রহণ ২৬ ফেব্রুয়ারি

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ ফেব্রুয়ারি এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।

একই দিন ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে বৈঠক শেষে ভোটের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন হয়েছিল। আড়াই বছরের মাথায় ৩০ নভেম্বর উত্তর সিটির মেয়র আনিসুল হক মারা গেলে পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।