ফাইল ছবি

সাধারণ বন্দী হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া: আইজি প্রিজন

কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, জেল কোড অনুযায়ী সাধারণ বন্দি হিসেবে কারাগারে আছেন খালেদা জিয়া।

আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

আইজি প্রিজন জানান, কোর্টের রায় হাতে না আসায় বেগম খালেদা জিয়া কারাগারে সাধারণ বন্দী হিসেবে আছেন। জেলকোডে সাবেক প্রেসিডেন্টের কথা উল্লেখ থাকলেও সাবেক প্রধানমন্ত্রী কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে দেওয়া খাবার প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেন, ‘সাধারণ বন্দি হিসেবেই তাকে খাবার দেওয়া হচ্ছে। শুধুমাত্র শুকনো খাবার, ফলমূল স্বজনরা আনলে সেগুলো এলাউ করা হচ্ছে।’

এসময় আদালতের নির্দেশ পেলে তাকে ডিভিশন বা অন্যান্য সুবিধা দেওয়ার কথা জানান তিনি।

এর আগে খালেদা জিয়াকে কারাগারে জেলকোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বেলা সোয়া ১১টার দিকে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ আদেশ দেন। এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা।

এদিকে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়নি। রাখা হয়েছে পরিত্যক্ত বাড়িতে। তার কোনো ক্ষতি হলে এর দায় নিতে হবে সরকারকে। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।