বিএনপি নেতা মুনীর হোসেন কারাগারে

নাশকতার মামলায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (৫ মার্চ) ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের বিচারক সারাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

এ দিন দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে হাজির হয়ে নাশকতার ছয়টি মামলায় জামিন আবেদন করেন বিএনপি নেতা মুনীর হোসেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুনীর হোসেনের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, রমনা থানায় করা ছয়টি মামলায় বিএনপি নেতা মুনীর হোসেন এর আগে হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

জয়নুল আবেদীন বলেন, হাইকোর্ট জামিনের মেয়াদ শেষে মুনীর হোসেনকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তিনি আজ আদালতে আত্মসমর্পণ করেন।