বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হুমায়ূন কবীর আর নেই

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হুমায়ূন কবীর খাদেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত ১০ টার দিকে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। সৈয়দ হুমায়ূন কবীর খাদেম দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দীর্ঘ একমাস ধরে তিনি স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

সৈয়দ হুমায়ূন কবীর খাদেম প্রখ্যাত সাংবাদিক সৈয়দ বোরহান কবীরের বাবা।