সাইফুল ইসলাম শিশির

বিএনপি নেতা শিশিরের জামিন নামঞ্জুর

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক ও গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেডের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদির এ আদেশ দেন।

এর আগে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি শিশিরকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আবারও তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন বাবু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২৭ মার্চ রাত ১১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ। ওই রাতেই নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার অভিযোগে শিশিরসহ বিএনপি-জামায়াতের আরও ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।