কানাডার টরেন্টো সিটি মেয়র প্রার্থী হলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার তোফাজ্জল

কানাডার টরেন্টো সিটি মেয়র পদে প্রার্থী হলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার এএসএম তোফাজ্জল হক।

ব্যারিস্টার তোফাজ্জল হক তার ফেসবুকে এক স্ট্যাটাসে কানাডার অন্টারিও প্রদেশের টরন্টো সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে নিশ্চিত করেছেন।

তিনি জানান, টরেন্টোকে সেবা করার জন্য আমি প্রস্তুত। সকলের সহযোগিতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

যদিও অনেক কঠিন তবে অসম্ভব নয় মন্ত্রে উদ্বুদ্ধ তিনি ইতিমধ্যেই নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু করে দিয়েছেন। আগামী ২২ ই অক্টোবরের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে চান তিনি।

কুষ্টিয়ায় জন্মগ্রহন করা এএসএম তোফাজ্জল হক ২০১০ সালে উন্নত জীবনের তাগিদে কানাডায় পাড়ি জমান। চাকরীর পাশাপাশি সমানতালে পড়াশোনা চালিয়ে যান। পরে কানাডাতেই ব্যারিস্টারিকে পেশা হিসেবে গ্রহণ করেন।