গ্রেফতার (ছবি - প্রতীকী)
গ্রেফতার (ছবি - প্রতীকী)

ধর্ষণের অভিযোগে কলকাতা হাইকোর্টের আইনজীবী গ্রেপ্তার

 

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত আইনজীবীর নাম অরিজিৎ দে।

হাওড়ার সালকিয়া ত্রিপুরা রায় লেনের বাড়ি থেকে গতকাল বুধবার (৯ মে) তাকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার মামলা রুজু করা হয়েছে। পরে হাওড়া আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

টিটাগড়ের বাসিন্দা ওই কিশোরী হাওড়া ওমেন্স থানায় অরিজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অভিযোগপত্রে সে বলে, ফেসবুকে তার সঙ্গে আলাপ হয় অরিজিতের। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। এরপর তাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ক্লাস টুয়েলভের ওই কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে হাওড়ার শিবপুরে তাঁর বাড়িতে ডেকে বেশ কয়েকবার সহবাস করে অরিজিৎ। এরপর মেয়েটি বিয়ের কথা বললে আইনজীবী বিষয়টি নানাভাবে এড়িয়ে যেতে থাকে। তখন মেয়েটি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।