ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা

সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা!

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, “মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন।”

বিসিবির সাবেক সভাপতি ও আইসিসির সাবেক সভাপতি মুস্তফা কামাল আজ মঙ্গলবার (২৯ মে) ঢাকার শেরেবাংলা নগরে একনেকের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথায় এই ইঙ্গিত দেন।

মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, “যে কোনো দল থেকে করতে পারেন.. বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।”

মাশরাফি সম্পর্কে মুস্তফা কামাল বলেন, “তিনি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন।”

মাশরাফি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেক্ষেত্রে এ বছর ভোট করতে তিনি চাইবেন কি না- প্রশ্ন করলে মুস্তফা কামাল বলেন, “আমিও তো খেলার সঙ্গে রয়েছি, নির্বাচনও করেছি।”

নড়াইলের সন্তান মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণমূলক কাজেও নিজেকে ইতোমধ্যে জড়িয়েছেন।

গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

নড়াইল সদরে বর্তমানে সংসদ সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনি হলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এস কে আবু বাকের।

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে মাশরাফির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সমাজকল্যাণে নামলেও নির্বাচনে অংশ নেওয়া কিংবা না নেওয়ার বিষয়ে সবসময় নীরব থেকেছেন এই ক্রিকেটার।