স্মৃতিসৌধে হাইকোর্টের ১৮ অস্থায়ী বিচারপতির শ্রদ্ধা

সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি। এসময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।

আজ বুধবার (৬ জুন) সকাল ১১টার দিকে নব নিযুক্ত বিচারপতি মো. আবু আহমেদ জমাদারের নেতৃত্বে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন ১৮ বিচারপতিদের গাড়ি বহর। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা জেলার পুলিশ শাহ মিজান সাফিউর রহমান। পরে তারা স্মৃতিসৌধে ফুল দিলে শ্রদ্ধা নিবেদন করেন।

নবনিযুক্ত ১৮ জন বিচারপতি হচ্ছেন- মো. আবু আহমেদ জমাদার, এস এম আব্দুল মবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, এস এম মনিরুজ্জামান, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

এসময় সাভার জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, সাভার গর্ণপূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, খোরশেদ আলমসহ আরো অনেকে।

এদিকে, বিচারপতিদের আগমন উপলক্ষে পুরো সাভার এলাকা জুড়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সড়কে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।