ডেসটিনি ২০০০ লিমিটেড ও দুদক লোগো

দুর্নীতির মামলায় ডেসটিনি পরিচালকের তিন বছরের কারাদণ্ড

সম্পদের হিসাব জমা না দেওয়ার সংক্রান্ত দুর্নীতির মামলায় ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিন স্বপনকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার (৯ জুলাই) দুপুরে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল হক এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও জরিমানা আনাদয়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আসামি পলাকত ছিলেন। তাই সোমবার আসামিকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, আসামি মেজবাউদ্দিন স্বপনের বিরুদ্ধে ২০১৬ সালের ১০ এপ্রিল একটি নোটিশ জারি করে দুদক। নোটিশের জাবাব না দেয়ায় ২০১৬ সালের ২৮ জুন দুদকের সহকারী পরিচালক মুজাজির হোসেন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২০ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। মামলায় ৯ জন সাক্ষীর মধ্যে সবাই আদালতে সাক্ষী দিয়েছেন।