ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন র‍্যাবের আইন কর্মকর্তা
ভ্রাম্যমাণ আদালত

রোহিঙ্গাদের ভুয়া পরিচয়পত্র তৈরির অভিযোগে ৮ জনের কারাদণ্ড

রোহিঙ্গাদের ভুয়া পরিচয়পত্র তৈরি করে দেওয়ার অভিযোগে কক্সবাজারের উখিয়ায় ৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উখিয়া কুতুপালং বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকের ভ্রাম্যমাণ আদালত রোববার (৭ অক্টোবর) এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উখিয়ার কুতুপালং বাজারের কাদের হোসেনের ছেলে সৈয়দুল, মোস্তাক আহমদের ছেলে ছালামত উল্লাহ, আব্দুর রহমানের ছেলে মো. সেলিম, কবির আহমদের ছেলে মিজানুর রহমান, কামাল উদ্দিনের ছেলে মো. শাকিল, ছৈয়দ নুরের ছেলে মো. ইসমাইল ও নুরুল হকের ছেলে মিজানুর রহমানকে ১ মাস ও আলী আকবরের ছেলে মো. নূরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

একরামুল ছিদ্দিক জানান, রোহিঙ্গাদের ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া, সিম বিক্রি, ভুয়া ডাক্তার, জাল স্ট্যাম্পসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকায় তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তারা এসব অপরাধ করে আসছিল।