গার্ড অব অনার ছাড়া মুক্তিযোদ্ধাকে দাফন, ক্ষমা চাইলেন ইউএনও
সুপ্রিম কোর্ট

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারীদের বেতন নিয়ে রুল

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষকদের বেতন বৃদ্ধি না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এফ আর নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ও জনপ্রশাসন মন্ত্রণালয়য়ের সংশ্লিষ্টদের রুলের জবা দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শামীম সরদার।

রুল জারির বিষয়টি নিশ্চিত করে আইনজীবী শামীম সরদার ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম একাউন্ট্যান্টরা। ১৯৮৪ সালে তাদের পদ সৃষ্টির সময় তারা ১৪তম গ্রেডে বেতন পেতেন এখনও তারা ১৪ তম গ্রেডেই বেতন পান, যদিও ১৪তম গ্রেডের অনেকেরই বেতন বিভিন্ন সময় বেড়েছে। ফলে এ বিষয়ে গত রোববার ৪৪০ জন উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষকের পক্ষে রিট আবেদনটি দায়ের করি। আদালত শুনানি নিয়ে আজ রুল জারি করেছেন।