জেলা জজ আদালতে আপিলের বিধান রেখে পারিবারিক আদালত বিল পাস
সংসদ অধিবেশন (ফাইল ছবি)

একাদশ সংসদের যাত্রা শুরু

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার (৩০ জানুয়ারি) বিকাল তিনটায় শুরু হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন সংসদ।

বৈঠকে প্রথমেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। স্পিকার পদে শিরিন শারমিন চৌধুরী আবারও নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদ ভবনে উপস্থিত আছেন বেশিরভাগ সংসদ সদস্য। প্রধান বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করছেন এরশাদের ভাই ও পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।