সৎ ভাইকে হত্যার দায়ে কক্সবাজারে একজনের যাবজ্জীবন
কারাদণ্ড (প্রতীকী ছবি)

ব্যাংক ডাকাতির মামলায় জাপা নেতাসহ ১৬ জনের কারাদণ্ড

ব্যাংক ডাকাতি মামলায় সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও দক্ষিণ সুরমার তেঁতলী ইউনিয়নের চেয়ারম্যান উছমান আলীসহ ১৬ জনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁঞা এ রায় দেন।

একইসঙ্গে আদালত রায়ে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া মামলা থেকে আনোয়ার হোসেন নামে একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক সিটি কাউন্সিলর আশিকুর রহমান আশিক, শহীদুল হক শহীদ, জাবেদ আহমদ, রুবেল আহমদ, কামাল হোসেন, কলিন্স সিংহ, আব্দুল মোমিন, রহিম আলী, শফিক মিয়া, আনহার আলী, আঙ্গুর আলী, আব্দুল হক লিটন, শাহান, লিটন মিয়া, শিপন আহমদ। এদের মধ্যে জাবেদ, রহিম আলী, শফিক মিয়া, আব্দুল হক লিটন ও লিটন মিয়া পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি সকালে তেঁতলী হুমায়ন রশিদ চত্বরে প্রকাশ্য দিবালোকে পূবালী ব্যাংকের ২২ লাখ টাকা ডাকাতি হয়। টাকাগুলো লালদিঘীরপাড় প্রধান শাখা থেকে বিশ্বনাথ ব্রাঞ্চে নেওয়ার পথে গাড়ি আটকিয়ে ডাকাতি হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ছিনতাইকারীদের পিছু নিলে তারা তেঁতলী ইউনিয়নের চেয়ারম্যান উছমান আলীর বানেশ্বরপূর বাড়ির পাশে টাকার বস্তা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন আসামিকে আটক করা হয়। পরদিন ডাকাতির ঘটনায় ব্যাংকের জিএম আতাহার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় ২০০৪ সালের ৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা সিলেট জেলার সহকারী পুলিশ সুপার গিয়াস উদ্দিন আদালতে আসামিদের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করেন। ২০০৮ সালের ২৮ মে আদালতে চার্জ গঠনের পর মামলার বিচার কার্য শুরু হয়। সাক্ষীদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক দুপুরে এ রায় দেন।