আটক তহুরুল ইসলাম কারাগারের সিআইডি সদস্য ও কারারক্ষী ফিরোজ কবীর জেল সুপারের গাড়ি চালক

ইয়াবা-ফেনসিডিলসহ কারাগারের গোয়েন্দা সদস্য ও কারারক্ষী আটক

লালমনিরহাট কারাগারের গোয়েন্দা সদস্য (সিআইডি) তহুরুল ইসলাম ও জেল সুপারের গাড়ি চালক কারারক্ষী ফিরোজ কবীরকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। এই ঘটনায় লালমনিরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে ডিবি পুলিশ। মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজার থেকে বুধবার (২২ মে) রাতে লালমনিরহাট ডিবি পুলিশ তাদের আটক করে।
আটক তহুরুল ইসলামের বাড়ি চাপাইনবাবগঞ্জে, ফিরোজ কবীরের বাড়ি গাইবান্ধা জেলায়।

লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের লালমনিরহাট জেলা কারাগারের কারারক্ষী হিসেবে পরিচয় দিয়েছেন। পরবর্তীতে জানা যায়, তহুরুল ইসলাম কারাগারের সিআইডি সদস্য ও কারারক্ষী ফিরোজ কবীর জেল সুপারের গাড়ি চালক।

এ বিষয়ে লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ বলেন, ‘ইয়াবা ও ফেনসিডিলসহ দুই কারারক্ষী সদস্যকে আটকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।’

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।