বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর জেলা শাখার আয়োজনে মানববন্ধন

তিন দাবিতে যশোরে আইনজীবীদের মানববন্ধন

যশোরের আদালতে বিচারক সঙ্কটের সমাধান ও বরগুনার রিফাত হত্যা এবং কিশোর ভ্যানচালক শাহিন হত্যাচেষ্টার সাথে জড়িতদের আটক ও বিচার দাবিতে যশোরে আইনজীবীরা মানববন্ধন করেছেন।

আজ বুধবার (৩ জুলাই) সকালে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, অ্যাডভোকেট আহাদ আলী লস্কর প্রমুখ।

মানববন্ধনে আইনজীবী নেতারা বলেন, দেশে ক্রমাগতভাবে খুন, ধর্ষণ, রাহাজানি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। বরগুনার প্রকাশ্যে রিফাত হত্যা ও সাতক্ষীরার পাটকেলঘাটার কিশোর ভ্যানচালক শাহিন হত্যাচেষ্টা তার বড় প্রমাণ। এ ধরনের ঘটনা ঘটলেও আদালতে বিচারক সঙ্কটের কারণে বিচার কার্যক্রম বচরের পর বছর ঝুলে থাকছে। যশোরের আদালতে বিচারক সঙ্কটের কারণে হাজার হাজার মামলা বিচারের অপেক্ষায় পড়ে রয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে আদালতে বিচারক সঙ্কটের সমাধানের মাধ্যমে দেশে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান আইনজীবীরা। মানববন্ধনে সমিতির কয়েক শ আইনজীবী অংশ নেন।