সুপ্রিম কোর্ট বার নির্বাচন ইস্যুতে আইনজীবী ফোরামের কর্মসূচি ঘোষণা
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

দেশব্যাপী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু ২৭ অক্টোবর

বিএনপি সমর্থিত সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। নতুন কমিটি করার আগে দেশব্যাপী নতুন-পুরনো সবাইকে এর অন্তর্ভুক্ত করা হবে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফজলুর রহমানের পরিচালনায় এক সভায় মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্ত নেয়া হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সভায় সিদ্ধান্ত হয়, দেশের বিভিন্ন জেলায় আগামী ২৭ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সদস্য সংগ্রহ করা হবে। যারাই সদস্য হবেন তারা আগামী নির্বাচনে নিজ নিজ জেলায় কমিটিতে ভোট দেয়ার যোগ্য হবেন। বিভিন্ন জেলায় যে কমিটি হবে তাতে জেলার সদস্যগণই অন্তর্ভুক্ত ভোটার হিসেবে গণ্য হবেন। সদস্য সংগ্রহ করার পরে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি হবে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে আইনজীবী ফোরামের এই সভা অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বেশিরভাগ যুগ্ম আহ্বায়ক ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযান চলবে। সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে ঢাকা আইনজীবী সমিতি, সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর নেতৃত্বে চট্টগ্রাম বিভাগে, মীর মোহাম্মদ নাছির উদ্দিনের নেতৃত্বে রংপুর বিভাগে, সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীনের নেতৃত্বে সিলেট বিভাগে, নিতাই রায় চৌধুরী বরিশাল বিভাগে, ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকনের নেতৃত্বে ঢাকা বিভাগে, সানা উল্লাহ মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ বিভাগে, মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে কুমিল্লা বিভাগে, ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে খুলনা বিভাগে এবং আইনজীবী আবেদ রাজা ফরিদপুর বিভাগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ অভিযানে নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা কীভাবে সারা দেশে সদস্য সংগ্রহ করব সে বিষয়ে আলোচনা হয়েছে। যারা ফোরামের যুগ্ম আহ্বায়ক আছেন তারা প্রতি বিভাগে, একেক জন একেক বিভাগের দায়িত্বে থাকবেন। তাদের সঙ্গে যারা সদস্য আছেন তারাসহ দেশের জেলাভিত্তিক সদস্য সংগ্রহ করবেন।