সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্ট এলাকায় মোটরসাইকেল পোড়ানোর মামলায় জয়নুল-খোকনের জামিন

সুপ্রিম কোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা দুই মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন ও বিএনপির যুগ্ম-মহাসচিব ও সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

একইসঙ্গে এ সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।

আদালতে আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।

গত ১১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠের গেট ও বার কাউন্সিলের গেটের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীসহ ১৩৫ জনকে আসামি করে দুইটি মামলা দায়ের করা হয়।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, দুই মামলার একটিতে আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন।