বঙ্গবন্ধু একজন ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক (ফাইল ছবি)

মানবপাচার মামলা দ্রুত নিষ্পত্তিতে ৭ ট্রাইব্যুনাল স্থাপন শিগগিরই

বৈশ্বিক সূচকে পিছিয়ে পড়া এড়াতে মানবপাচার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সাতটি ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার ৪ (মার্চ) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘মানবপাচারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয় টায়ারে আছে, আমরা যদি মানবপাচার প্রতিরোধে সাতটি আদালত তাড়াতাড়ি স্থাপন না করি তাহলে আমাদের তৃতীয় টায়ারে নামিয়ে দেয়ার একটা সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা মানবপাচার প্রতিরোধে সাতটি ট্রাইব্যুনাল স্থাপন করছি।’

আনিসুল হক বলেন, ‘আপনাদের কাছে আমি জানাতে চাই, খুব শিগগিরই আগামী ৭ দিনের মধ্যে এটার কাজ শুরু করব। এটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।’