ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী

‘পাশে দাড়ানোর’ নামে, ঘুরাঘুরি করে মহামারি ছড়ানোর ব্যবস্থা না করি…

‘পাশে দাড়ানোর’ নামে ঘটা করে নানান ধরনের বিতরণ উদযাপন দয়া করে করবেননা। চাল ডাল বিতরন, মাস্ক বিতরণ, হেন্ড সেনিটাইসার বিতরণের নামে আরো বেশি জনসমাগম করা হচ্ছে। আমাদের অনেকেই অনেক খাদ্য বিতরণ করেছি, এখন খাদ্যের অভাবের কথা বলে জনসমাগম করে বিতরণ করা, কোনোভাবেই উচিৎ নয়। এই কাজ করতে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই মানা করেছেন।

হাত সাবান দিয়ে বিশ সেকেন্ড ধোয়ার প্রচারণা করুন, হাতে হাতে সেনিটাইসার নিয়ে ঘুরে ঘুরে এটি হাতে দেয়ার জন্য কাউকেই দায়িত্ব দেয়া হয় নাই, বরং এটি সরকারী নির্দেশনার বরখেলাপ।

এই ঘুরাঘুরি করে মহামারি ছড়ানোর ব্যবস্থা যেন আমরা কাজ দেখাতে গিয়ে না করি। তাই বলা হয়েছে প্রশাসনের কাজ তাদেরকে করতে দিতে।

গনমাধ্যমের প্রতি অনুরোধ, কাজ হচ্ছে দেখানোর চাইতে কিভাবে নিরাপদ দুরত্ব বজায় রাখবে মানুষ আর অপ্রয়োজনীয় কাজে ঘরের বাইরে বেরোবেনা, সেটার প্রতি নজর দিলে ভালো হবে। আপনাদের ক্যামেরা অনেক সময় আমাদের অতিউৎসাহী হয়ে উঠতেও উৎসাহ দেয়, সামাজিক যোগাযোগ সাধ্যমতো আছেই।

লেখক- ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা উপ মন্ত্রী। ফেইসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহ।