সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

করোনা পরিস্থিতিতে ঋণ চেয়ে সুপ্রিম কোর্ট বারে ২৮০০ সদস্যের আবেদন

করোনাভাইরাসের সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে আর্থিক সংকটে পড়া সুপ্রিম কোর্টের ২৮০০ আইনজীবী ঋণের জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। এদের মধ্যে দুই হাজার আটশ’র মতো সদস্য ঋণের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজেদের সদস্যদের ঋণ দেয়ার জন্য সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ১৫ এপ্রিল এ সিদ্ধান্ত নেয়া হয়। আবেদনের সময়সীমা ছিল ২৫ এপ্রিল।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, দুই হাজার আটশ’র অধিক আইনজীবী আবেদন করেছেন। ঋণ দেয়ার জন্য এখন আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করব। এসব আবেদন যাচাই-বাছাই করে দেখা হবে। আমাদের কমিটির পক্ষ থেকে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।