আদালত (প্রতীকী)
ভার্চুয়াল আদালত (প্রতীকী)

১০ কার্যদিবসে নিম্ন আদালতে ২০ হাজার ৯৩৮ আসামির জামিন

সারাদেশের সব অধস্তন আদালতে ভার্চ্যুয়াল শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) ১ হাজার ৪৭৭ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

শুক্রবার ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডট কম কে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে সারাদেশের অধস্তন আদালতে কার্যরত ভার্চ্যুয়াল আদালত গত ১০ কার্যদিবসে ৩৩ হাজার ২৮৭টি জামিন আবেদন নিষ্পত্তি করা হয়। এরমধ্যে ২০ হাজর ৯৩৮ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে।

গত ১০ মে নিম্ন আদালতের ভার্চ্যুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চ্যুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়।

এছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালত এবং হাইকোর্ট বিভাগে চারটি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করা হয়।