আটক
আটক (প্রতীকী ছবি)

ওকালতনামা জালিয়াতির অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে আটক ১

ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে রাইসুল আহমেদ রবিন নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। এ সময় রবিনের সহযোগী মিরাজ আহমেদ শুভ পালিয়ে যান।

নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে সোমবার (৫ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির নেতারা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন।

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, ওকালতনামা, হাজিরা ও জামিননামা জালিয়াতি করার অভিযোগে রাইসুল আহমেদ রবিন নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় রবিনের মালিকানাধীন দোকানের কর্মচারী মিরাজ আহমেদ শুভ পালিয়ে যান। তারা দু’জনে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় নকল ওকালতনামা, হাজিরা ও জামিননামা তৈরি করে বিক্রি করতেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা সাইদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।