কাগজপত্রের ঘাটতিতে নামজারি আবেদন বাতিল করা যাবে না: ভূমি মন্ত্রণালয়
ভূমি মন্ত্রণালয়

ভূমি সংক্রান্ত মামলা সহজ করতে সিএসএমএস স্থাপনের উদ্যোগ

ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলা সহজ, স্বচ্ছ ও সুষুম ব্যবস্থাপনা ও অনলাইনে মনিটরের জন্য সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএসএমএস) স্থাপনের উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এ উপলক্ষ্যে গত মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইসফট হ্যাভেন (বিডি) লি.-এর সঙ্গে এক চুক্তি করেছে ভূমি মন্ত্রণালয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি মন্ত্রণালয়ের আইন শাখার যুগ্মসচিব মো. মাহমুদ হাসান এবং মাইসফট হ্যাভেন (বিডি) লি.-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোফাক্কারুল ইসলাম। এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশে যত মামলা হয় তার সিংহভাগ ভূমি সংক্রান্ত মামলা। সিএসএমএস স্থাপন করা হলে আদালতের তথ্য হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে না এবং মামলার তথ্য বিবরণী আদালতে দেওয়া হয়েছে কি না, তথ্য বিবরণী কীভাবে উপস্থাপন করা হয়েছে, মামলার সর্বশেষ অবস্থা কি ইত্যাদি বিষয় সহজে জানা যাবে। এতে মামলা অনেক স্বচ্ছতার সঙ্গে পরিচালনা ও হয়রানি কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।