আব্দুল মতিন খসরু

করোনায় আক্রান্ত সুপ্রিম কোর্ট বার সভাপতি আব্দুল মতিন খসরু

সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি আব্দুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। সরকার দলের এমপি আব্দুল মতিন খসরু নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ল’ইয়ার্স ক্লাব বাংলাদেশ ডটকমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার থেকে শরীরের অসুস্থতা দেখা দেয়। পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। এখন সম্মিলিত সামরিক হাসপাতালে(সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। মতিন খসরু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ ঘোষিত ফলাফলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী আবদুল মতিন খসরু সভাপতি নির্বাচিত হয়েছেন।