সেনা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা : ঝরল ১৬ প্রাণ

মিয়ানমারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ১৬ জন বিক্ষোভকারীর প্রাণহানি ঘটেছে। সেনা সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে আজ শনিবার মান্দালয়, ইয়াঙ্গুনসহ আরো বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।

মিয়ানমারের সেনাবাহিনী আগেই বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়েছিল- বিক্ষোভকারীদের মাথায় ও পিঠে গুলি চালানো হতে পারে। তারপর আজ এ ধরনের ঘটনা ঘটলো।

এদিকে আজ শনিবার সশস্ত্র বাহিনী দিবস পালন করছে মিয়ানমার সেনা সরকার। অন্যদিকে আজ নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রের জন্য বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে সেনাবাহিনী আগেই তাদের হুমকি দেয়। বলা হয়- বিক্ষোভকারীদের মাথা ও পিঠে গুলি লাগতে পারে। নেপিদোতে সামরিক কর্মসূচি যেন সুষ্ঠুভাবে চলে, সে কারণে বিক্ষোভকারীদের প্রতিরোধের প্রতিশ্রুতিও আসে সেনাবাহিনীর পক্ষ থেকে।

সূত্র: রয়টার্স