কানাডায় লাইব্রেরিতে ছুরিকাঘাতে নিহত ১, আটক হামলাকারী

কানাডায় একটি পাবলিক লাইব্রেরিতে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার দুপুরে ভ্যানকুভারের উত্তরাঞ্চলের একটি পাবলিক লাইব্রেরিতে এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক পোস্টের।

সন্দেহভাজন হামলাকারীকে পালানোর সময় রাবার বুলেট ছুড়ে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।

দ্য রয়াল কানাডিয়ান মাউনটেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, উত্তর ভ্যানকুভারে লিন ভ্যালি লাইব্রেরির ভেতরে এবং বাইরে বেশ কয়েকজনকে ছুরিকাহত করে এক যুবক পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তাকে আটক করা হয়। আর কেউ জড়িত আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

স্টিভ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা গাড়িতে যাচ্ছিলাম। ঘটনাস্থলে দেখতে পাই ছুরিকাঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের রক্ত ঝরছে। একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে রাস্তা দিয়ে পালাচ্ছিল।
তবে কেন ওই ছুরি হামলা হয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। আটক হামলাকারীকে জিজ্ঞাসাবাদে পরে ঘটনার রহস্য জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।