এডিপিতে গুরুত্বপূর্ণ শীর্ষ ১০ খাত চিহ্নিত

সরকার আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১০টি গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করেছে।

১৮ মে (মঙ্গলবার) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। পরিকল্পনা মন্ত্রণালয় এ সূত্রে এ তথ্য জানা গেছে।

এডিপিতে গুরুত্ব পাওয়া শীর্ষ ১০ খাত হচ্ছে –

পরিবহন ও যোগাযোগ: এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে ৬১ হাজার ৬৩১ কোটি টাকা, যা মোট এডিপির ২৭ দশমিক ৩৫ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি: এ খাতে সরকার বরাদ্দ গিয়েছে ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা, যা মোট এডিপির ২০ দশমিক ৩৬ শতাংশ।

গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী: এ খাতে বরাদ্দ ২৩ হাজার ৭৪৭ কোটি টাকা, যা মোট এডিপির ১০ দশমিক ৫৪ শতাংশ।

শিক্ষা: এ খাতে বরাদ্দ ২৩ হাজার ১৭৮ কোটি টাকা, যা মোট এডিপির ১০ দশমিক ২৯ শতাংশ।

স্বাস্থ্য: এ খাতে বরাদ্দ ১৭ হাজার ৩০৭ কোটি টাকা। যা মোট এডিপির ৭ দশমিক ৬৮ শতাংশ।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: এ খাতে বরাদ্দ ১৪ হাজার ২৭৪ কোটি টাকা, যা মোট এডিপির ৬ দশমিক ৩৪ শতাংশ।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি: এ খাতে বরাদ্দ ৮ হাজার ৫২৬ কোটি টাকা।, যা মোট এডিপির ৩ দশমিক ৭৮ শতাংশ।

কৃষি: এখাতে বরাদ্দ ৭ হাজার ৬৬৫ কোটি টাকা, যা মোট এডিপির ৩ দশমিক ৪০ শতাংশ।
শিল্প ও অর্থনৈতিক সেবা: এ খাতে বরাদ্দ ৪ হাজার ৬৩৮ কোটি টাকা, যা মোট এডিপির ২ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি: এ খাতে বরাদ্দ ৩ হাজার ৫৮৭ কোটি টাকা, যা মোট এডিপির ১ দশমিক ৫৯ শতাংশ।