উচ্চ আদালত
উচ্চ আদালত

হাইকোর্টে ক্ষমা চেয়েছেন থানার ওসি

ফহাইকোর্টে ক্ষমা চেয়েছেন সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান।

আদালতে হাজির হয়ে ক্ষমা চাওয়ার পর ১৪ জুন (সোমবার) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন।

আদালতে ওসির পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল হালিম কাফী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিকালে গত ৮ জুন মঙ্গলবার তাকে তলব করা হয়েছিলো।

শাহপরান থানায় করা এক ডাকাতির মামলার আসামি মোহাম্মদ ইউসুফ হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। ওই জামিন আবেদনের শুনানিতে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।

সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান এ আদেশ ওসিকে অবহিত করলে ওসি একদিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানানোর কথা বলেন। কিন্তু এরপর ফোন করে এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল বিষয়টি আদালতকে জানান। এরপর এ বিষয়ে ব্যাখ্যা দিতে ওসিকে তলব করেন আদালত।