চার মাসের সাজার আপিল নিষ্পত্তি হয়নি ৪৯ বছরেও
উচ্চ আদালত

কক্সবাজারের জেলা প্রশাসককে হাইকোর্টে তলব

কক্সবাজার বিমান বন্দরের ভূমি অধিগ্রহণ বিষয়ে আদালতের আদেশ অমান্য করায় কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

জানা গেছে, ২০১৯ সালে কক্সবাজারের বিমানবন্দরের জন্য সরকার জমি অধিগ্রহণ করে। সেখানে স্থানীয় বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের ১৫ শতক জমিও অধিগ্রহণ করা হয়। তার জমির মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। কিন্তু দীর্ঘদিনেও সেই ক্ষতিপূরণের টাকা বুঝে না পাওয়ায় তিনি জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেন। ওই আবেদন নিষ্পত্তি না করায় তিনি হাইকোর্টে রিট করেন।

হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। রুলের শুনানিকালে কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে সেই আবেদনটির বিষয়ে লিখিত ব্যাখ্যা চান। লিখিত ব্যাখ্যার জন্য রাষ্ট্রপক্ষ থেকে কয়েকবার যোগাযোগ করা হলেও জেলা প্রশাসকের কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়।

আদালত আবেদনের শুনানি নিয়ে জেলা প্রশাসককে তলব করে হাজির হতে নির্দেশ দেন। আগামী ১৩ ডিসেম্বর তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।