'বঙ্গবন্ধু ও বিচার বিভাগ' এবং 'ন্যায় কণ্ঠ' প্রকাশনার মোড়ক উন্মোচন
'বঙ্গবন্ধু ও বিচার বিভাগ' এবং 'ন্যায় কণ্ঠ' প্রকাশনার মোড়ক উন্মোচন

‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ’ এবং ‘ন্যায় কণ্ঠ’ প্রকাশনার মোড়ক উন্মোচন ২৮ ডিসেম্বর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে আইন, মামলা ও বিচার কার্যক্রমভিত্তিক স্মারক প্রকাশনা এবং মুজিববর্ষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে আগামীকাল ২৮ ডিসেম্বর।

স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে সুপ্রিম কোর্ট কর্তৃক স্মারক প্রকাশনা ‘বঙ্গবন্ধু ও বিচার বিভাগ, BANGABANDHU AND JUDICIARY’ এবং মুজিববর্ষ স্মরণিকা ‘ন্যায় কণ্ঠ’ প্রকাশনা দু’টি বের করা হচ্ছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠান মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেজ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।