আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম

করোনামুক্ত হয়ে দেশে ফিরেছেন বিচারপতি শাহিনুর ইসলাম

করোনামুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। করোনামুক্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি।

আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অতিরিক্ত রেজিস্ট্রার অমিত কুমার দে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে এমিরেটসের এক ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম গত বছরের ১৭ ডিসেম্বর অবকাশ যাপনে আমেরিকা সফরে যান। যুক্তরাষ্ট্রে ছেলের বাসায় থাকা অবস্থায় গত ৭ জানুয়ারি করোনা পরীক্ষার পর দেখা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হন বিচারপতির স্ত্রীরও। এরপর সেখানে ছেলের বাসায় তারা চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে তারা দেশে ফিরছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর ২০১০ সালের এপ্রিলে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ২২ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।