এক বিচারককের ওএসডির দিনে অন্য বিচারকের আবেগঘন স্ট্যাটাস
বিচারক (প্রতীকী ছবি)

অধস্তন আদালতের ৩৭ বিচারক বদলি

বিচার বিভাগে কর্মরত সহকারী জজ, জ্যেষ্ঠ সহকারী জজ ও সমপদমর্যাদার ৩৭ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে অধস্তন আদালতে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের এসব সদস্যকে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে এসব সদস্যকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

বদলিকৃত কর্মকর্তাদের নামসহ তালিকা ও নতুন কর্মস্থল সম্পর্কে জানতে প্রজ্ঞাপন দেখুন।

এসব কর্মকর্তাগণকে জেলা ও দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ৮ জুন এবং প্রশিক্ষণ/ছুটি/নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাগণকে প্রশিক্ষণ/ছুটি/নির্বাচনি দায়িত্ব শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।