তেলাপোকা কাণ্ডে বন্ধ আদালত

তেলাপোকা কাণ্ডে বন্ধ আদালত

তেলাপোকা কাণ্ডে বিচার কাজ বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের এক আদালতে। শুনানি চলাকালে এজলাসে কয়েকশ তেলাপোকা ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তারা। খবর বার্তা সংস্থা এপি’র

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলবেনি সিটি কোর্টে বিচার কার্যক্রম চলছিল। এসময় এক আসামি আদালতের কার্যক্রম ভিডিও করতে শুরু করেন। তাকে থামতে বলা হলে শুরু হয় তর্কবিতর্ক।

এই সুযোগে এজলাসে ছেড়ে দেওয়া হয় প্লাস্টিকের পাত্রে আনা শত শত তেলাপোকা ছেড়ে দেওয়া হয়। ব্যস! শুরু হয়ে যায় তুমুল বিশৃঙ্খলা, এরপর তেলাপোকা দমনের জন্য আদালত ওইদিন বন্ধ রাখা হয়।

অন্যদিকে ওই তেলাপোকা ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিচারকাজ ব্যাহত করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করা হতে পারে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ইতোমধ্যে আদালতের কর্মকর্তারা দর্শকদের মধ্যে থেকে একজন ৩৪ বছর বয়সী এক নারীকে গ্রেফতারও করেন। তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং শারীরিক প্রমাণের লোপাটের অভিযোগ আনা হয়। পরে অবশ্য তাকে মুক্তি দেওয়া হয়।