ঋণের টাকা বেনোভোলেন্ট ফান্ডের সাথে সমন্বয় করার অনুরোধ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (লোগো)।

আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ড ও কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ডের আর্থিক সুবিধা বাড়ল

দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের কল্যাণ তহবিল বা বেনাভোলেন্ট ফান্ড (Benevolent Fund) এবং কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ডের (Contributory Benefit Fund) আর্থিক সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমিতি সূত্রে জানা গেছে, সমিতির সদস্যদের বেনাভোলেন্ট ফান্ডের বার্ষিক বেনিফিট ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা করা হয়েছে। আর মৃত্যুজনিত কারণে দাফন-কাফনের জন্য অগ্রিম সুবিধা ৫০ হাজার থেকে বাড়িয়ে ৫৫ হাজার টাকা করা হয়েছে।

এছাড়া কন্ট্রিবিউটরি বেনিফিট ফান্ডের বার্ষিক বেনিফিট ৫৫ হাজার থেকে বৃদ্ধি করে ৬৫ হাজার টাকা করা হয়েছে। আর মৃত্যুজনিত কারণে দাফন-কাফনের জন্য অগ্রিম সুবিধা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সমিতির সম্পাদক মোঃ আবদুন নূর দুলাল জানান, বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে কার্যকরি কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। চলতি বছরের ১লা জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।